হাতিরঝিলকে পর্যটন বান্ধব ও সবুজায়নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি।
শুক্রবার (২৬ জানুয়ারী ২০২৪) ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ ও রাউন্ড টেবিল বাংলাদেশ যৌথ আয়োজনে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল আরএফএল গ্রুপ এর দুরন্ত বাইসাইকেল।
২৬ জানুয়ারী শুক্রবার ঢাকার হাতিরঝিলে সকাল ০৯ টায় গড়ি দুরন্ত বাংলাদেশ ‘সাইকেলে চলি সবুজের কথা বলি’- স্লোগানকে সামনে রেখে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালিটি ঢাকার হাতিরঝিলের পুলিশ প¬াজার সামনে শুরু করে পুন:রায় পুলিশ প¬াজার সামনে এসে শেষ হয়, এতে পিপিআর সাইক্লিস্ট গ্রুপ সহ বিভিন্ন সাইক্লিস্ট গ্রুপের প্রায় ৩০০ জন সাইক্লিস্ট র্যালিতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাইমুল হক, পিপিএম, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বদরুল আলম মোলা, পুলিশ সুপার, লিগ্যাল এন্ড মিডিয়া, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা রিজিয়ন, মোঃ মাহমুদুর রহমান, চিফ অপারেটিং অফিসার, আরএফএল বাইক (এক্সপোট টায়ার-টিউব) আরও উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল ইসলাম, হেড অব মার্কেটিং, এজিএম ব্র্যান্ড (আরএফএল, আরএমআইএল, বাইক এন্ড এসটিএল), খন্দকার আরিফ হোসেন, ব্র্যান্ড ম্যানেজার, আরএফএল বাইক। অনুষ্ঠান প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদের সম্মাননা স্বারক দেওয়া হয় রাউন্ড টেবিল বাংলাদেশ পক্ষ থেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি এজাজ মাহমুদ রনি।
বক্তারা তাদের বক্তব্য বলেন, হাতিরঝিল পর্যটন স্থানকে আরও বেশি পর্যটন বান্ধব ও জনপ্রিয় করাই এই র্যালির উদ্দেশ্য। ট্যুরিস্ট পুলিশ এ ধরনের কাজকে সব সময় সাধুবাদ জানায় এবং এ ধরনের কার্যকমে সর্বদাই সাথে থাকবে। তারা আরো বলেন সাইকেল একটি পরিবেশ বান্ধব যান, ঢাকা শহরে চলাচলের ক্ষেত্রে সাইকেল অন্যতম বাহন হিসাবে পরিচিতি লাভ করেছে বিশেষ করে তরুণ-তরুণীদের কাছে। একইসঙ্গে সাইকেল র্যালি আয়োজন করার জন্য দুরন্ত বাইসাইকেল ও রাউন্ড টেবিল বাংলাদেশকে ধন্যবাদ জানান।
উলেখ্য যে উক্ত সাইকেল র্যালি ও আগত সাইক্লিস্টবৃন্দের নিরাপত্তা নিশ্চিত সহ তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেছে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন। ( প্রেস রিলিজ)